ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় অভিযুক্ত গেটম্যান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় অভিযুক্ত গেটম্যান কারাগারে

চট্টগ্রাম: মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ের গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

শনিবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন।  অবহেলা জনিত হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪(ক)/৪২৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বাংলানিউজকে বলেন, মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানার মামলায় গ্রেফতার খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ের গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে আদালতে হাজির করা হয়। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিং এলাকা থেকে মো. সাদ্দাম হোসেনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।