ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩  ...

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভুজপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ৩জন আহত হয়েছেন।

  

শনিবার (১৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে মির্জারহাটের দক্ষিণে কোর্টবাড়িয়া এলাকায় গহিরা-হেঁয়াকো সড়কে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার (২৮) ভুজপুর উত্তর শৈলকূপা এলাকার আবু তাহেরের স্ত্রী।

এ ঘটনায় আহতরা হলেন- শারমিন আক্তারের ছেলে মোবারক হোসেন (৯) ও বোনের মেয়ে শম্পা কলি (১২)। অটোরিকশা চালকের নাম জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাবিল চৌধুরী বাংলানিউজকে বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।  

শারমিনের শ্বশুর আমির হোসেন সওদাগর বলেন, সকালে পুত্রবধূ ছেলে ও বোনের মেয়েকে নিয়ে বাপের বাড়ি পাইন্দং থেকে ভুজপুর শৈলকূপা আসার সময় এ দুর্ঘটনা ঘটে।  

ভুজপুর থানার এসআই সুমন বলেন, চালক সহ পিকআপ ভ্যান আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।