ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আলকরণ স্কুলের বহুতল ভবন নির্মাণকাজ পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
আলকরণ স্কুলের বহুতল ভবন নির্মাণকাজ পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী আলকরণ নূর আহমেদ সিটি করপোরেশন উচ্চ বালক বিদ্যালয়ের ১০ তলা ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন শিক্ষা উপমন্ত্রী।

চট্টগ্রাম: নগরের আলকরণ নূর আহমেদ সিটি করপোরেশন উচ্চ বালক বিদ্যালয়কে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করার পাশাপাশি একটি টেকনিক্যাল ইনস্টিটিউট চালুর আশ্বাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (১১ জুলাই) আলকরণের বিশিষ্ট সমাজসেবক, দানবীর সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হকের নিজস্ব অর্থায়নে বিদ্যালয়টির ১০ তলা ভবনের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বিদ্যালয়ে একটি আধুনিক ভবন তৈরি করে দিচ্ছেন। অল্প জায়গার মধ্যে ঊর্ধ্বমুখী সম্প্রসারণে তিনি প্রকৌশলীদের পরামর্শ নিয়ে কাজ করছেন।

এখানে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠদানের পাশাপাশি আলাদা একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চালু করলে স্বল্প মেয়াদি কম্পিউটার, ওয়েল্ডিং, পাইপ ফিটিংস ইত্যাদি কোর্স করতে পারবেন শিক্ষার্থীরা। বিশ্বজুড়ে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের চাকরির বাজার ছোট হয়ে আসছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা থাকলে চাকরির দ্বার উন্মোচিত হবে।  

এ সময় সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।