ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার জামালখান এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে গায়ত্রী চৌধুরী (৩৬) নামে গৃহিনী আত্মহত্যা করেছেন।  

সোমবার (১১ জুলাই)  দুপুরে সিপিডিএল ম্যাজেস্টা বিল্ডিংয়ের ৭ তলায় এ ঘটনা ঘটে।

গায়ত্রী চৌধুরী একই এলাকার রিটন চৌধুরীর স্ত্রী।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, জামালখান এলাকায় সিপিডিএল ম্যাজেস্টা বিল্ডিংয়ের ৭ তলার রিটন চৌধুরীর সঙ্গে স্ত্রী গায়ত্রী চৌধুরী ঝগড়া হয়।

এতে স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ অবস্থায় বিকেল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মরদেহ মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।