ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের আন্দরকিল্লা সিরাজউদ্দৌলা সড়কের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে নমিতা চৌধুরী (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জুলাই) সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।

নমিতা চৌধুরী স্থানীয় প্রবীর চৌধুরীর স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন ছেলে অনিকেত চৌধুরী।

কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, সকালে নাস্তা করে ১০ তলা আইরিশ বিল্ডিংয়ের ছাদে গেলে তিনি নিচে পড়ে যান। আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধার ছেলের দাবি, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।