ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও ২ জন আহত হয়েছেন।

মৃত্যুবরণকারী মাওলানা মোরশেদুল হক (৫৫) বাণীগ্রাম মীর বাড়ি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে। তিনি শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

আহতরা হলেন- শেখেরখীল ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমিনের ছেলে মো. মোজাম্মেল (৩০) ও কালীপুর ইউনিয়নের মতি দেবনাথের ছেলে অলক দেবনাথ (২০)।

সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের পাইরাং দেলা মিয়ার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা মাওলানা মোরশেদুল হক-কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত অলক দেবনাথকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত দাশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।