ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
আনোয়ারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: আনোয়ারায় ঈদুল আজহার দিন পানিতে ডুবে হাবিবা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

হাবিবা ওই এলাকার অটোরিকশা চালক নেজাম উদ্দিনের কন্যা।

রোববার (১০ জুলাই) দুপুরে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শোয়াইর বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাবিবা খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

এক ব্যক্তি গোসল করতে নেমে পানিতে মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। স্থানীয় পল্লী চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য মো. নুরুন্নবী জানান, শিশুটিকে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।