ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
চট্টগ্রামে করোনা আক্রান্ত ৩০ প্রতীকী ছবি

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ।

মঙ্গলবার  (৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্ত ২৬ জন নগর এলাকার এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৭৪ জন।

এর মধ্যে নগরের ৯২ হাজার ৮৩৮ জন এবং উপজেলার ৩৪ হাজার ৬৩৬ জন।  মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।