ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই দিনের টানা জলাবদ্ধতার পর ঘুম ভাঙলো কর্তৃপক্ষের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২২, ২০২২
দুই দিনের টানা জলাবদ্ধতার পর ঘুম ভাঙলো কর্তৃপক্ষের ...

চট্টগ্রাম: টানা বৃষ্টিতে নগরে দুই দিনের জলাবদ্ধতার পর অবশেষে ঘুম ভাঙলো কর্তৃপক্ষের। এ নিয়ে জরুরি সভায় বসেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বুধবার (২২ জুন) চসিক সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

উপস্থিত আছেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

এ সময় মেয়র রেজাউল করিম বলেন, আমার মূল কথাটা হচ্ছে জলাবদ্ধতা থেকে চট্টগ্রামবাসীকে কীভাবে মুক্ত করবো। পানি উঠবেই, কিন্তু পানি কীভাবে নিষ্কাশন করা যায়, সে ব্যবস্থা আমাদের করতে হবে। যার অবহেলার কারণেই হোক যেখানে বাধা আছে সেখানে তা অপসারণ করে পানিগুলো দ্রুত নিষ্কাশন করে ব্যবস্থা নিতে হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সভা চলছিল।  

সভায় আরও উপস্থিত আছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লে. কর্নেল শাহ আলী, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সিডিএ প্রধান প্রকৌশলী হাসান বিন শামস প্রমুখ।

>> চসিক মেয়রের বাড়িতে হাঁটুপানি, গলিতে কোমর সমান
>> বৃষ্টিতে নৌকা চলে চট্টগ্রাম শহরে

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ২২, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।