ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জমজমাট সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ১৭, ২০২২
চট্টগ্রামে জমজমাট সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলন ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি উপেক্ষা করে বরেণ্য শিল্পী, সংস্কৃতিসেবীদের প্রাণের মেলা বসেছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। গান, কথামালা আর আড্ডায় মুখর পুরো শিল্পকলা।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় সংগীত ঐক্য বাংলাদেশ আয়োজিত সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলনের চিত্র এটি।  

বিকেল সাড়ে ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

উদ্বোধন পর্বে  সভাপতিত্ব করেন সংগীত ঐক্য বাংলাদেশের সভাপতি, খ্যাতিমান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।  

উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন সংগীত ঐক্য বাংলাদেশের তিন মহাসচিব শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান ও কুমার বিশ্বজিৎ, সঙ্গীতজ্ঞ সাফিন আহমেদ, আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, জয় শাহরিয়ার, জুলফিকার রাসেল প্রমুখ।  

উদ্বোধন শেষে দলীয় সংগীত পরিবেশন করে সংগীত ভবন। গান করেন শিল্পী সমরজিৎ রায়, প্রেম সুন্দর বৈষ্ণব প্রমুখ।  

সব শেষে ছিল তারকা শিল্পীদের পরিবেশনা। এ পর্বে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবি ঠাকুরের গান ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি। ’ গান শেষে হলভর্তি দর্শকের উচ্ছ্বাস অনেক দিন মনে রাখবে চট্টগ্রামের সংগীতপ্রেমীরা।

 বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আপডেট ২১৩২ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।