ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ  ...

চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত থেকে কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল মাছ ডিম ছেড়েছে।

বিভিন্ন স্থানে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেছেন।

হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বাংলানিউজকে বলেন, হালদা নদীতে তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে।

দুই শতাধিক নৌকা নিয়ে জেলেরা বৃহস্পতিবার রাত থেকে ডিম সংগ্রহ করছেন। এখনও ডিম সংগ্রহের কাজ চলছে।

তিনি আরও বলেন, রাতে নৌকার সংখ্যা কম থাকলেও শুক্রবার (১৭ জুন) সকাল থেকে ৩ শতাধিক নৌকা নিয়ে জেলেরা ডিম সংগ্রহ করতে নেমেছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১৭, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।