ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেসরকারি ডিপোতে তুলাভর্তি কনটেইনারে ধোঁয়া, আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুন ১৪, ২০২২
বেসরকারি ডিপোতে তুলাভর্তি কনটেইনারে ধোঁয়া, আতঙ্ক

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা এলাকায় একটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯ টার দিকে পতেঙ্গা কাটঘর ভারটেক্স কনটেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।

ধোঁয়াতে কনটেইনারে ডিপোতে থাকা শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে কর্মরত কর্মকর্তা কফিল উদ্দীন বাংলানিউজকে বলেন, পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে রাত পৌনে নয়টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

সেখানে তুলাভর্তি কনটেনাইরে ধোঁয়া বের হচ্ছিল। কনটেইনার ডিপো কর্তৃপক্ষ কনটেইনার খুলে ধোঁয়া বের হওয়া তুলা আলাদা করে ফেলেন। তবে সেখানে আর আগুন দেখা যায়নি।

তিনি আরও বলেন, সেখানে আগুন নিভাতে কোনো পানিও দিতে হয়নি। শুধু ধোঁয়া ছিল, কিন্তু আগুন দেখা যায়নি।

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৯ জুন সকাল সোয়া ১১টার দিকে উদ্ধার কাজের সমাপ্ত ঘোষণা করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ ঘটনায় ৪৭ জনের মরদেহ উদ্ধার ও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান। পাশাপাশি আহত হয়েছেন দেড় শতাধিক। তাদের বেশিরভাগই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এমআই/টিসি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।