ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরীক্ষায় আইনের ব্যত্যয় হলে ছাড় নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুন ৯, ২০২২
পরীক্ষায় আইনের ব্যত্যয় হলে ছাড় নয় ...

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার বলেছেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষা আইন অনুযায়ী কেন্দ্র সচিবদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। এ বিষয়ে আইনের ব্যত্যয় ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না ।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২২ এর কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।  

তিনি বলেন, বর্তমান সরকার করোনা পরিস্থিতি মোকাবিলা করে শিক্ষার উন্নয়নে কাজ করছে।

পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার মধ্যে দিয়ে সরকারের লক্ষ্য অর্জনে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহবান জানান বোর্ড চেয়ারম্যান।  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের সভাপতিত্বে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল আজিজের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপপরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ নাথ।

কেন্দ্র সচিবদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হায়দার হেনরী, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ৯ , ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।