ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএম ডিপোতে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ৯, ২০২২
বিএম ডিপোতে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ সমাপ্ত বিএম ডিপো আগুনে পুড়ে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ও নিহতরা

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল সোয়া ১১টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বাংলানিউজকে বলেন, বিএম কনটেইনার ডিপোতে দৃশ্যমান আগুন না থাকার কারণে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে আমাদের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আমাদের যন্ত্রপাতি ও গাড়িসহ সবকিছু নিয়ে চলে এসেছি।

 

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার (৪ জুন) রাতে। এ ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন দেড় শতাধিক।  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে তারা চিকিৎসাধীন রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।