ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএম ডিপোতে নিখোঁজ ক্রেনচালকের পরিবারের পাশে আমীর খসরু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
বিএম ডিপোতে নিখোঁজ ক্রেনচালকের পরিবারের পাশে আমীর খসরু  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর নিখোঁজ ক্রেনচালক মনির হোসেনের স্বজনদের সান্ত্বনা দিতে গেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

মঙ্গলবার (৭ জুন) সলিমপুর ইউনিয়নের ফকিরহাটের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সঙ্গে তিনি কথা বলেন।

এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।  

খসরু এ সময় বলেন, এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক।

আমরা ব্যথিত, মর্মাহত। সরকার নিজেদের সফল দাবি করলেও আগুন নেভাতে তাদের চার দিন সময় লেগেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম, উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।  

শনিবার (৪ জুন) রাতে বিএম ডিপোতে কনটেইনার বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। আহত ও অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন কয়েকশ মানুষ।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা,  জুন ০৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।