ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তদন্ত রিপোর্ট বাস্তবায়নে জিরো টলারেন্স: নৌ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ৬, ২০২২
তদন্ত রিপোর্ট বাস্তবায়নে জিরো টলারেন্স: নৌ প্রতিমন্ত্রী বিএম কনটেনার ডিপো পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ এই ঘটনার জন্য দায়ী কিনা তা তদন্ত শেষ না হলে বলা যাবে না। তবে তদন্ত রিপোর্ট বাস্তবায়নে ক্ষেত্রে জিরো টলারেন্স।

 

সোমবার (৬ জুন) বিকেলে সোয়া ৩ টায় দিকে বিএম ডিপো পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, তদন্ত কমিটি করা হয়েছে।

প্রতিবেদন আসার আগে কিছু বলা যাবে না। তবে এ ধরণের ঘটনা আমাদের বড় ক্ষতি হয়েছে। বিশেষ করে এটি আমাদের দেশের ভাবমূর্তির ওপর ধাক্কা। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্য করি তা অনেক প্রশ্নবিদ্ধ করেছে। কাজেই আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। তদন্তে করে যেটা বেরিয়ে আসবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।