ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ডিপোতে অগ্নিকাণ্ড

চমেকে অতিরিক্ত স্বেচ্ছাসেবক বিড়ম্বনায় দগ্ধরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, জুন ৫, ২০২২
চমেকে অতিরিক্ত স্বেচ্ছাসেবক বিড়ম্বনায়  দগ্ধরা! অতিরিক্ত স্বেচ্ছাসেবক বিড়ম্বনায় রোগীরা

চট্টগ্রাম: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসতেই শত শত স্বেচ্ছাসেবক তাদের নিয়ে টানাটানিতে লিপ্ত হয়। কয়েকটি স্বেচ্ছাসেবক টিমের সঙ্গে পরস্পর হাতাহাতিও হয়েছে।

 শনিবার (৪ জুন) দিনগত রাত সাড়ে ১২ টা থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ও নিহত রোগীদের আনা হয়। পরে আকস্মিক শত শত স্বেচ্ছাসেবকের উপস্থিতি  ঘটে।

তাদের ভিড়ে হাসপাতালে প্রবেশ করতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় আহত রোগীদের।

পুলিশ বলছে, এত বেশি স্বেচ্ছাসেবক এখানে চলে এসেছে আমরা নিয়ন্ত্রণ করার সুযোগ পাচ্ছি না। কয়েকবার বুঝানোর পরেও তারা যাচ্ছে না।
 
রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ইফতেখার হোসেন ইমু বাংলানিউজকে বলেন, আমরা কাজ করছি, কিন্তু এত মানুষ নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। রোগী নিতে কষ্ট হচ্ছে। মাইকিং করছি। তারপরেও তারা সরছে না।

শনিবার (৪ জুন) রাত ৮ টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন শতাধিক। মমিনুল হকসহ (২৪) আরও তিনজন নিহত হয়েছেন।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত বাংলানিউজকে বলেন, এত বেশি স্বেচ্ছাসেবক এখানে এসেছে আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছি।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জুন ৫, ২০২২

বিই/ টিসি/ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।