ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ৩০, ২০২২
যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মেলনের প্রথম অধিবেশনে উপস্থিতির একাংশ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগর যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৩০ মে) পৌনে ৮টার দিকে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অধিবেশন শুরু হয়।

নগর যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আওয়ামী যুব লীগের উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা।

এর আগে সম্মেলনের প্রথম অধিবেশন চলে বিকেল সাড়ে ৫টা  পর্যন্ত।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণার মাধ্যমে সম্মেলনের মুলতবি ঘোষণা করেন। দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভাপতিত্ব করছেন।

বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, মে ৩০, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।