ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগের সম্মেলনে আওয়ামী লীগের সদস্য হলেন তিনজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
যুবলীগের সম্মেলনে আওয়ামী লীগের সদস্য হলেন তিনজন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগর যুবলীগের সম্মেলনে তিনজনকে প্রাথমিক সদস্য পদ দিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন- চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্ছু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ।

সোমবার (৩০ মে) দুপুরের দিকে নগরের দ্য কিং অব চিটাগাংয়ে অনুষ্ঠিত নগর যুবলীগের সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ স্বপন।  

তিনি বলেন, দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর যুবলীগের দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্ছু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ।

তাদের বয়স হয়েছে। তারা আওয়ামী লীগে যোগদান করতে চান। তাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।  

সেই সঙ্গে যারা দীর্ঘদিন যুবলীগের রাজনীতি করেছেন আপনারাও যদি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করতে চান আপনারাও চলে আসুন। আপনাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দরজা সব সময় খোলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ৩০, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।