ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, মে ২৩, ২০২২
পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক ছবি সংগৃহীত

চট্টগ্রাম: পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা তরুণীকে (১৯) পুলিশে সোপর্দ করেছে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।  

সোমবার (২৩ মে) দুপুর ১২টার দিকে ইন্টারভিউ দেওয়ার সময় সন্দেহ হলে তাকে শনাক্ত করা হয়।

পাসপোর্টের জন্য জন্মনিবন্ধন সনদ, মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদও নিয়ে এসেছিলেন তিনি।

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নিয়ে আসেন জোবাইদা খানম নামের ওই তরুণী।

তার বাবার নাম সৈয়দ নুর ও মা সলেমা খাতুন। তাদের গ্রামের বাড়ি সীতাকুণ্ডের জাফরাবাদের সলিমপুর। আবেদনপত্র দাখিলের পর ইন্টারভিউর সময় তাকে সন্দেহ হয়। পরে অফিস সহায়ক লিয়াকত আলী এসএএসের মাধ্যমে তার আঙ্গুলের ছাপ যাচাই করেন। এসময় বেরিয়ে আসে আসল তথ্য। ওই রোহিঙ্গা তরুণীর আসল নাম জুবাইরা বিবি। তার বাবা মুস্তাক আহমেদ। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রেশন করেছিলেন তিনি।

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হক বলেন, অফিস সহায়ক লিয়াকত আলী আঙ্গুলের ছাপ যাচাই করে দেখেন যে ২০১৭ সালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রেশন করেছিলেন জুবাইদা। পরবর্তীতে তাকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।