ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাঙ্ক্ষিত সেবা না পেলে এসি ল্যান্ডকে জানান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ২৩, ২০২২
কাঙ্ক্ষিত সেবা না পেলে এসি ল্যান্ডকে জানান ...

চট্টগ্রাম: ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ এ প্রতিপাদ্য সামনে রেখে হাটহাজারী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (২৩ মে) সকালে উপজেলা ভূমি অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল আলম।

তিনি বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে কাঙ্ক্ষিত সেবা না পেলে বা কোনো ধরনের হয়রানির শিকার হলে সরাসরি সহকারী কমিশনারকে (ভূমি) জানাবেন।

তিনি ব্যবস্থা নেবেন।

ভূমি অফিসের সেবার মধ্যে আছে শতভাগ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় ও রেজিস্ট্রেশন, গণশুনানির আয়োজন, খাসজমি উদ্ধার, ভিপি সম্পত্তির লিজ ফি আদায়, মিস কেস দ্রুত নিষ্পত্তিকরণ। গত ৯ মাসে ১৭২টি মিস কেস এবং ১২৭টি করণিক ভুলের আবেদন নিষ্পন্ন করা হয়েছে। সরকার নিধার্রিত সময়সীমার মধ্যে ই-নামজারি সম্পন্ন করা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad