ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে কারখানার শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ২৩, ২০২২
বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে কারখানার শ্রমিকরা ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বকেয়া বেতনের দাবিতে নগরের বায়েজিদ বোস্তামি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আনোয়ারা ড্রেস মার্কস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।  

সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার আনোয়ারা গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন।

এসময় সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে সৃষ্টি হয় ব্যাপক যানজট।
 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে। তাদের অভিযোগ, তারা গত দুইমাস ধরে বেতন পাননি। মালিক পক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলনে নেমেছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ২৩, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।