ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ২১, ২০২২
বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত ...

চট্টগ্রাম: নগরে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে পাহাড়তলী সাগরিকা মোড় এলাকায় পুলিশ ভ্যানে বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন: শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২), মাসুদ (২৩)।

 

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ বাংলানিউজকে বলেন, উত্তর কাট্টলীর মাঠে প্যারেড শেষে আসার পথে পুলিশ ভ্যানে ধাক্কা দেয় দ্রুতগামী বাস। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ২১, ২০২২
বিই/এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।