চট্টগ্রাম: সীতাকুণ্ডে লরি চাপায় মোহাম্মদ মোস্তফা (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী লেইনে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ নিহত ব্যক্তির সঙ্গে একটি মুঠোফোন পাওয়া গেছে। ওই মুঠোফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক মো. আমীর উদ্দিন বাংলানিউজকে বলেন, লরিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
বিই/এসি/টিসি