ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গলায় ফাঁস দিয়ে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, মে ১৮, ২০২২
গলায় ফাঁস দিয়ে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তার পুল এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নুর নাহার (১৭) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে।  

বুধবার (১৮ মে) সকাল ৭টার দিকে রাহাত্তার পুল চেরাগ্গা গলি দুবাইয়ের কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নুর নাহারের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।  

জানা গেছে, মায়ের সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া করে নিজকক্ষে ঘুমাতে যান নুর নাহার।

পরে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক তদন্ত সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, গলায় ফাঁস দেওয়া এক গার্মেন্টস কর্মীকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।