ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন মাথায় রেখে নেতাকর্মীদের কাজ করার আহ্বান আ জ ম নাছিরের 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ১৭, ২০২২
নির্বাচন মাথায় রেখে নেতাকর্মীদের কাজ করার আহ্বান আ জ ম নাছিরের 

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ২০২৩ সালের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর তা নির্ভর করছে।

এমন অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হলে  নেতাকর্মীদের এখন থেকে কাজ শুরু করতে হবে।  

মঙ্গলবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়াম হল চত্বরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে জনমুখী কার্যক্রম নিয়ে মানুষের কাছে থাকতে হবে। করোনা মহামারির সময়ে দলের নিবেদিত নেতাকর্মীরা যেভাবে জনগণের কল্যাণে ঝাঁপিয়ে পড়েছিল এখনও তাদেরকে সেভাবেই আন্তরিকতা হতে হবে।  

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রকৌশলী মো. নুরুজ্জামানের ব্যবস্থাপনায় অস্বচ্ছল ৩ ব্যক্তিকে ৩টি রিকশা, ৩ মহিলাকে ৩টি সেলাই মেশিন ও ৫০ জন ক্ষুদে শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।  

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার হোসেন মনি, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, দেবাশীষ আচার্য্য প্রমুখ।  

অনুষ্ঠানে হায়দার আলী, আসিফ উল্লাহ হামিদী, সাহাবুদ্দিন খালেদ সাইফু, অভ্র ঘোষ, রুবেল আহমেদ বাবু, গোলামুর রহমান মিশু, সোহেল ইসমাইল, রবিউল হাসান, মনির উল্লাহ খান, আমজাদ খান, আবু বক্কর, সাইফুর রহমান ভূঁইয়া, আয়মন মুন্না, সাইদ, সামির, রিফাত, রাজভীর আকাশসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ১৭, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad