চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে কৃষিজমিতে কাজ করার সময় ৩ কৃষি শ্রমিককে অপহরণের খবর পাওয়া গেছে।
রোববার (১৫ মে) সকাল ৮টার দিকে ইউনিয়নের বড়খোলা পাড়া এলাকায় জমিতে ধান কাটার সময় তারা অপহরণের শিকার হন।
তিন কৃষি শ্রমিককে অপহরণের বিষয়ে জমির মালিক আকতার হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা মোবাইলে কল দিয়ে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা আদায়ের উদ্দেশ্য কৃষিজমিতে কাজ করার সময় তিন শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।
রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বাংলানিউজকে বলেন, তিন কৃষি শ্রমিক অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
এমআই/টিসি