ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেএম সেন হলে বাসন্তী পূজা শুরু বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
জেএম সেন হলে বাসন্তী পূজা শুরু বৃহস্পতিবার ...

চট্টগ্রাম: নগরের আন্দরকিল্লা জেএম সেন হলে ৭-১১ এপ্রিল বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলনমেলার আয়োজন করবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা তথা চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ।  

মহাষষ্ঠী মাতৃ আহ্বান শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথান্দজী মহারাজ।

প্রধান অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন।  

৫দিনব্যাপী বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলনমেলায় প্রতিদিন মাতৃপূজা, অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও পরিশীলিত সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এক জরুরি সভা বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সংগঠনের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বিজয় গোপাল বৈষ্ণব, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সাগর মিত্র, রিমন মুহুরী, অধ্যাপক শিপুল দে, মুনমুন দত্ত প্রমুখ।  

পবিত্র রমজানে মুসলমান সম্প্রদায়ের আজান-নামাজ ইত্যাদি বিবেচনায় নিয়ে শব্দ নিয়ন্ত্রণে রেখে সম্প্রীতির পরিবেশে সমগ্র অনুষ্ঠানমালা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।  

পূজা পরিষদের নেতৃবৃন্দ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মিলেমিশে সৌহার্দ্যময় পরিবেশে স্ব-স্ব ধর্ম পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।  

পবিত্র রমজানে তিথি অনুযায়ী বাসন্তীপূজা বিধায় অনুষ্ঠান আয়োজনে সম্প্রীতিময় পরিবেশ বজায় রাখার জন্য জেলা-উপজেলার পূজার্থী ও পূজা সংগঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।