ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আরপেজিও মিউজিক স্কুলের ১৩ বছর পূর্তি উৎসব 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
আরপেজিও মিউজিক স্কুলের ১৩ বছর পূর্তি উৎসব 

চট্টগ্রাম: সংগীত বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ‘আরপেজিও’ মিউজিক স্কুলের ১৩ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) নগরের নন্দন কানন ফুলকি স্কুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় ছাত্র-ছাত্রীদের এই মিলন মেলা।

এসময় প্রতিষ্ঠানটির কর্নধার নাজিম উদ্দিন জাহেদ বলেন, আমরা চেষ্টা করছি ছাত্রদের নিয়ে দলগতভাবে কাজ করতে। এতে তারা ভবিষ্যতে আরও ভালোভাবে বাংলাদেশের সংগীতে ভূবনে অবদান রাখতে পারবে এবং একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এই আলো ছড়িয়ে দিতে পারবে।

তিনি আরও বলেন, বাধ্যযন্ত্র শেখার মাধ্যমে স্কুল কলেজের ছাত্ররা মোবাইল টিভিতে আসক্তি বা বাজে আড্ডায় না জড়িয়ে সুন্দর সময় কাটাতে পারবে। যা তাদের মানসিক বিকাশেও সহায়তা করবে। বর্তমানে মিউজিক লেসনসমূহ আরপেজিওর নিজস্ব ওয়েবসাইট থেকেও অনলাইনে শেখার ব্যবস্থা রয়েছে।

২০০৯ সালে মাত্র ২০ জন স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করে মিউজিক স্কুল। ২০২২ সালে এসে কোর্স পরিচালিত হচ্ছে পাঁচ হাজার রেজিস্টার্ড ছাত্র-ছাত্রী  নিয়ে। বতর্মানে এই প্রতিষ্ঠানের অনেক স্টুডেন্ট একক এবং ব্যান্ড সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেগুলার কনসার্টসহ মৌলিক গান নিয়ে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ