ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ঘাতক দালাল নির্মূল কমিটির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
বাঁশখালীতে ঘাতক দালাল নির্মূল কমিটির সভা

চট্টগ্রাম: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাঁশখালী উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালি বলেন, মিনি পাকিস্তান হিসেবে চিহ্নিত ও কলঙ্কিত বাঁশখালীকে মুক্তিযুদ্ধের পক্ষের ঘাঁটি বানাতে ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।

একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত নির্মূল কমিটি কাজ করে যাবে।

বাঁশখালী উপজেলা দুদক সভাপতি, সমাজ সেবক ও নবগঠিত কমিটির আহ্বায়ক লায়ন শেখর দত্তের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ও নবগঠিত কমিটির সদস্য সচিব আজমীরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা কার্যকরী সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াজেদ সিদ্দিকী, সংগঠনের জেলা যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন।

এসময় আরও বক্তব্য দেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম বদি, সাদ্দাম হোসাইন সায়েম, সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সদস্য রকিব হাসান, নবগঠিত কমিটির সদস্য নন্দনশীল, জামশেদুল ইসলাম চৌধুরী, তাজুল ইসলাম, সোহান উদ্দিন, ইভান  আহমেদ রাহাত, আসিফ আব্দুল্লাহ, মো. জাহেদ, পারভেজ মোশারফ, আম্মারুল হক তামিম, তারেক ইসলাম, সাইদুল ইসলাম সায়েম, মুরাদুল ইসলাম, মো. রাশেদ, শহিদুল ইসলাম, কামরুল মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা,  এপ্রিল ০২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ