ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লাল বোট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
লাল বোট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি মানববন্ধন।

চট্টগ্রাম: উন্মুক্ত নিরাপদ নৌ-রুট ও ২০১৭ সালে লাল বোট দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ১৮টি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে আমরা সন্দ্বীপবাসীর ব্যানারে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, লালবোট দুর্ঘটনার ৫ বছর পেরিয়ে গেলেও নিহতদের পরিবার চট্টগ্রাম জেলা পরিষদ ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে কোন ধরনের ক্ষতিপূরণ পায়নি। আমরা এ দুই সংস্থাকে অবিলম্বে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই।

এছাড়া জেলা পরিষদের ইজারাদারের বর্ধিত ভাড়ার নামে ঘাটে চাঁদাবাজি বন্ধ করা, ঘাট উন্মুক্ত করা, ২৪ ঘন্টা রোগী পারাপারসহ যাত্রী আসা-যাওয়ার ব্যবস্থা করা, সি-ট্রাক দেওয়া সহ নিরাপদ নৌ-যাতায়াত নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে সমন্বয়ক খাদেমুল ইসলাম বলেন, সন্দ্বীপ নৌ-রুটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্পিড বোট চলছে। এজন্য ঘাট ইজারাদার নিজের খেয়াল খুশিমত ভাড়া বৃদ্ধি করছে। অবৈধ নৌযান হওয়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাড়া বৃদ্ধির বিষয়ে দায় নিচ্ছে না। প্রত্যেক নৌযানের নির্দিষ্ট পরিমাণ ভাড়া নির্ধারণ করে দিতে হবে। ভাড়া বৃদ্ধির নামে ইজারাদারের চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই। বৈধ উন্মুক্ত নিরাপদ নৌ-যাতায়াত চাই।

প্রকৌশলী শামছুল আরেফিন শাকিলের সঞ্চালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন সন্দ্বীপ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চবি, সন্দ্বীপ ইউনিক সোসাইটি, আলোকিত সংঘ, সন্দ্বীপ স্টুডেন্ট অ্যাপিনিটি আইআইইসি, ইয়ুথ ক্লাব চিটাগং সন্দ্বীপ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২ এপ্রিল, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।