ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিলেটের ভোলাগঞ্জে বেড়াতে গিয়ে চবি ছাত্রের মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
সিলেটের ভোলাগঞ্জে বেড়াতে গিয়ে চবি ছাত্রের মৃত্যু সাদা পাথরে বসা জুনায়েদ হোসেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ভ্রমণে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের ছাত্র জুনায়েদ হোসেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে সিলেট ভোলাগঞ্জের পর্যটন এলাকা সাদা পাথরে মারা যান তিনি।

জুনায়েদ হোসেন চবির লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার্সের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়।

 

জুনায়েদের সহপাঠী শরীফ মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, আমরা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে ঘুরতে এসেছিলাম। জুনায়েদ ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল। রক্তক্ষরণ হওয়ায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি আমরা। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।