ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাসানচরে যাচ্ছেন আরও ১৭১৩ রোহিঙ্গা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
ভাসানচরে যাচ্ছেন আরও ১৭১৩ রোহিঙ্গা ...

চট্টগ্রাম: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ত্রয়োদশ দফার দ্বিতীয় ধাপে আরও ১ হাজার ৭১৩ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে।  

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে বুধবার ১ হাজার ৯৭ জনকে ভাসানচর নিয়ে যাওয়া হয় নৌবাহিনীর তত্ত্বাবধানে।  

বুধবার (৩০ মার্চ) উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১ হাজার ৭১৩ জনকে নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় রোহিঙ্গাদের বহনকারী ২৭টি বাস।

রাত পৌনে দশটায় চট্টগ্রামে পৌঁছে তারা।  

২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবির থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয় ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে। এবার ত্রয়োদশ দফায় মোট ২৯ হাজার ৩৮৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।