ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই বছর পর শূন্যে নামলো করোনা আক্রান্তের সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
দুই বছর পর শূন্যে নামলো করোনা আক্রান্তের সংখ্যা ...

চট্টগ্রাম: দুই বছর পর চট্টগ্রামে শূন্যে নেমে এলো করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বব্যাপি করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়।

এরপর ওই বছরের ৯ এপ্রিল প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হয়।

সংক্রমণ বেড়ে যাওয়ায় ভেঙে পড়েছিল চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা।

যদিও সরকার এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়।

চট্টগ্রাম সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬ জন। এছাড়া করোনায় ১ হাজার ৩৬২ জন মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় মাত্র ৩৭২টি।

করোনার শুরু থেকে চট্টগ্রামে মাত্র একটি মাত্র ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে ১৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে৷

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।