ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান সাড়ে ৩৫ লাখ টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান সাড়ে ৩৫ লাখ টাকা  ...

চট্টগ্রাম: এ বছর চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটের ৪০ গবেষককে ৩৫ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। যার প্রথম কিস্তির ১৭ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ মার্চ) চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হল রুমে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

গবেষণাবিষয়ক বিভিন্ন দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. এমএ হাসান চৌধুরী।

আলোচকরা বলেন, শুধু চিকিৎসা পেশায় নয়, সব ক্ষেত্রে গবেষণার দরকার। গবেষণা ছাড়া কোনো বিষয়ে উন্নতি করা যায় না। গবেষণার মাধ্যমে আমাদের বিশ্বের সঙ্গে তাল মেলাতে হবে।  

অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. আমীর হেসেন, অধ্যাপক ডা. সাহেনা আক্তার, অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরিন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক (গবেষণা) ডা. সাইফুল আমীন।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ২৯ মার্চ, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।