ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তাহের নাহার ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
তাহের নাহার ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ ...

চট্টগ্রাম: নগরের বায়েজীদ থানাধীন পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার তাহের নাহার ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মাসব্যাপী চলমান এ কর্মসূচির দ্বিতীয় দিন রোববার (২৭ মার্চ) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এমরানের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান সত্যিকার অর্থে একজন বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী। তাঁর মতো অন্যদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত।

তাহের নাহার ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইমরানের মতো মানবিক মানুষ আমাদের জন্য সম্পদ।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন তাহের নাহার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের প্রথম দিন ওয়াজেদিয়া চৌরাস্তার মোড়ে তিনশ পরিবারের মাঝে ১০ কেজি করে খাবার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটি ইতিমধ্যে চট্টগ্রামে নিজস্ব অর্থায়নে সাড়ে ৪শ দুস্থ মানুষকে ঘর নির্মাণ করে দিয়েছে। পবিত্র রমজান উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করবে তাহের নাহার ফাউন্ডেশন।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ফারুকী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, সম্পদ বড়ুয়া, নুরে আলম, কফিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা জানে আলম নন্না, বখতিয়ার মেম্বার, আব্দুল্লাহ্ আল মামুন, মো. ইয়াকুব, নুরুল আবছার, যুবলীগ নেতা মো. ফারুখ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাকিব, হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।