ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গোলপাহাড় কালী মন্দির পুনঃনির্মাণে ২৮ নকশার প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
গোলপাহাড় কালী মন্দির পুনঃনির্মাণে ২৮ নকশার প্রদর্শনী ...

চট্টগ্রাম: নগরের গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পুনঃনির্মাণের জন্য ২৮টি নকশা প্রণয়ন করেছে বাংলাদেশ স্থাপত্য ইন্সটিটিউট চট্টগ্রাম চ্যাপ্টার।  

ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্যশৈলি অনুসরণ করে এই ২৮টি ডিজাইন প্রণয়ন করেছে সংগঠনটি।

 

এ উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে শনিবার (২৬ মার্চ) দুপুরে স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হয়।  

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রদর্শনী উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী তিনি প্রদর্শনী পরিদর্শন করেন।  

অনুষ্ঠানে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে, সাধারণ সম্পাদক কাজল কান্তি দে, সৌমিত্র ভৌমিক, লেনিন পাল, সঞ্জয় ভৌমিক কনকন, ইঞ্জিনিয়ার কীর্তিমান সাহা, ইঞ্জিনিয়ার শৈবাল ভৌমিক, বিশ্বনাথ দাশ বিশু, অ্যাডভোকেট নিখিল নাথ, সুমন দেবনাথ, অমর কৃষ্ণ নাথ, রুভেল দে, রতন সেন মুন্না, ইঞ্জিনিয়ার তুহিনসহ সংশ্লিষ্ট স্থপতি ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।