ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চ্যান্সেলর অনার রুল অ্যাওয়ার্ড পাচ্ছেন সাউদার্নের ১০ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
চ্যান্সেলর অনার রুল অ্যাওয়ার্ড পাচ্ছেন সাউদার্নের ১০ শিক্ষার্থী ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর দ্বিতীয় সমাবর্তনে চ্যান্সেলর অনার রুল অ্যাওয়ার্ড পাচ্ছেন ১০ জন শিক্ষার্থী। এছাড়াও ভাইস চ্যান্সেলর অনার রুল ৩৯ জন, ডিন অনার রুল ৩৮ জন এবং গ্রাজুয়েট একাডেমিক এক্সিলেন্স পাচ্ছেন ৯ জন শিক্ষার্থী।

রোববার (২৭ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ থানাধীন আরেফিন নগরে সমাবর্তন অনুষ্ঠিত হবে।  সমাবর্তনে মোট ৭ হাজার ৮শ ৫৩ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি প্রদান করা হবে।

 

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাউদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ও সমাবর্তন আয়োজক কমিটির কো-কনভেনার অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী জানান, বিশ্বমানের উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ২০০২ সালে এই ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। বর্তমানে তিনটি অনুষদে (ব্যবসায় প্রশাসন, কলা, সমাজ বিজ্ঞান ও আইন এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ৯টি বিভাগে ব্যাচেলর এবং ৭টিতে মাস্টার্সসহ ১৫টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চলছে। ব্যবসায় প্রশাসন অনুষদে বিবিএ, এমবিএ ইন হোটেল ম্যনেজমেন্ট, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদে ইংরেজি, ইসলামিক স্টাডিজ, এলএলবি, এলএলএম, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স ও ফার্মেসি বিভাগে শিক্ষাকার্যক্রম চলছে। ইতিমধ্যে প্রায় ১০ হাজার শিক্ষার্থী সাউদার্ন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন এবং বর্তমানে বিদেশিসহ প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অধ্যয়নরত। ১৬৮ জন শিক্ষক শিক্ষকতা করছেন এই প্রতিষ্ঠানে। প্রতিটি বিভাগে রয়েছে একাধিক ফুলটাইম প্রফেসর।

অনুপাতের আন্তর্জাতিক মানদণ্ড অর্জন করেছে এ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের গুণগত ও বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে কাজ করছে সাউদার্ন ইউনিভার্সিটি। শিক্ষার মানোন্নয়নে ইউজিসি ও বিশ্ব ব্যাংকের প্রজেক্ট হেকেপ এ সফলতা, জাতিসংঘের সহযোগী সংস্থা একাডেমিক ইম্পেক্ট এর সদস্য হয়ে জাতিসংঘ প্রণীত ১০টি এজেন্ডা বাস্তবায়নসহ বিভিন্ন গবেষণামূলক কাজে সাউদার্ন এগিয়ে যাচ্ছে। নিয়মিত আয়োজন করা হয় বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত গবেষকদের ৪৭টি গবেষণা নিবন্ধ পঠিত হয়।

বায়েজিদ আরেফিন নগরে ৭ একর জায়গায় বিশ্বমানের শিক্ষার স্বপ্ন পূরণে গড়ে ওঠেছে বিশাল ক্যাম্পাস, যেখানে ক্লাসে আবদ্ধ নয় শিক্ষার পরিবেশ। এছাড়াও আরও তিন একর জায়গায় আবাসিক সুবিধাসহ মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে সাউদার্ন ইউনিভার্সিটির।

সাউদার্ন ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থীরা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিসহ উচ্চ শিক্ষা নিচ্ছেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি শব্দদূষণ, উড়াল সেতু, ভূমিকম্প, ইজিবাইকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণালব্ধ তথ্য প্রকাশ করেছেন। এছাড়াও নতুন নতুন ডিবাইস উদ্ভাবন করে দেশের প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখছেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক বিষয় যেমন: আন্তবিভাগীয় বিতর্ক প্রতিযোগীতা, বিভাগীয় উদ্যোক্তা মেলা, ক্রিকেট, ফুটবলসহ সব ধরনের খেলাধুলা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও সাহিত্য চর্চার সুযোগ থাকায় ছাত্রছাত্রীদের শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।  

উল্লেখ্য, সাউদার্ন ইউনিভার্সিটি ক্রিকেট টিম ‘দখিনা’ আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেটে পরপর তিনবার চ্যাম্পিয়ন, জাতীয়ভাবে আয়োজিত ক্লেমন ইউনি ক্রিকেট প্রতিযোগিতায় রানার্স আপ, দখিনা আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে রানার্স আপসহ দেশে ও বিদেশে অনেক টুর্নামেন্টে ভালো ফলাফল করে দেশব্যাপী সুনাম অর্জন করেছে। বিভাগীয় বিজ্ঞান মেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  

সাউদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, হাঁটি হাঁটি পা পা করে সাউদার্ন ইউনিভার্সিটি বিভিন্ন সফলতা নিয়ে ২০ বছরে পদার্পণ করেছে। এ বিশ্ববিদ্যালয়টি এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে জ্ঞানের আলো ছড়াচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা উচ্চশিক্ষার্থে সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আসছি। অনেক কঠিন পথ পেরিয়ে আজ নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে সফল শিক্ষাকার্যক্রম পরিচালনার মাধ্যমে সবার আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। হাজারও মেধাবী ছাত্রছাত্রী আর অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার মিলনমেলায় জ্ঞান অর্জনের এক আদর্শ কেন্দ্রে পরিণত হয়েছে আমাদের এই ইউনিভার্সিটি। বিগত দুইদশক ধরেই বন্দরনগর চট্টগ্রামে উচ্চশিক্ষায় এই ইউনিভার্সিটি বরাবরই ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখে আসছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২৪ মার্চ, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।