ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে জুয়ার আসর, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে জুয়ার আসর, গ্রেফতার ৪ ...

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনি এলাকায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে জুয়ার আসর থেকে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ মার্চ) দিবাগত রাতে ‘নীল মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ নামক বেসরকারি প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নিরাময় কেন্দ্রের মালিক ইমরান হোসেন, তার সহযোগী লুৎফর রহমান, মোহাম্মদ রাশেদ ও মোবারক হোসেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, শেরশাহ কলোনির প্লট নম্বর-২৭ এর চারতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল ‘নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্র’।

ইমরান হোসেন সেখানে অবৈধ কার্যকলাপ চালাতো। ওই আস্তানায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে তাস ও ৯ হাজার ৪৮০ টাকাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ৩ মার্চ, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।