ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবি’র জোড়া খুনের মামলায় ৬৩ জনের বিচার শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
সিআরবি’র জোড়া খুনের মামলায় ৬৩ জনের বিচার শুরু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার সিআরবি’র জোড়া খুন মামলায় ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন শেষে আগামী ২৫ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে ৫৯ জনের উপস্থিতিতে অভিযোগপত্র গঠন সম্পন্ন হয়।

শুনানির সময় ৫ জন আসামি সময়ের আবেদন ও ৫৪ জন আসামির পক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, সিআরবি’র জোড়া খুন মামলার ৫৯ জন আসামির উপস্থিতি অভিযোগ গঠন করা হয়েছে।

এ সময় ৫ জন আসামি সময়ের আবেদন করলে তা নামঞ্জুর করেন। এ ছাড়াও ৫৪ জন আসামি অভিযোগপত্র গঠনের সময় আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের বিরোধিতার কারণে আদালত ৬৩ জনকেই অভিযুক্ত করে চার্জ গঠন শুরু করেছে। আগামী ২৫ মে মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

মহানগর পিপিকে মামলার অভিযোগ গঠনে সহযোগিতা করেন অতিরিক্ত পিপি কেশব চন্দ্র নাথ, অ্যাডভোকেট সাব্বির আহমেদ শাকিল ও সাহাব উদ্দিন। ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।