ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু 

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিভূতিভূষণ ভৌমিক  (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কারাগার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা যায়, বিভূতিভূষণ ভৌমিকের বাবার নাম হরিভূষণ ভৌমিক। বিভূতিভূষণের হাজতি নম্বর-২১৪৩৮/২১।

পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, হাজতি বিভূতিভূষণ ভৌমিক কারাগারে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর কারাগারের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে পরীক্ষা-নিরীক্ষা করে বিভূতিভূষণকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে বিভূতিভূষণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এমআই/টিসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।