ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
সাতকানিয়ায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার ধর্মপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনোয়ার হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ধর্মপুর ইউনিয়নের কুণ্ডুকুল এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়ায় প্রার্থীর মধ্যে নির্বাচনী সহিংসতায় একজন নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার পরিদর্শক (ওসি) তদন্ত সুজন কুমার দে।

তিনি বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর অসুস্থ হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২ 
এমআর/এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।