ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭২৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭২৯ জন প্রতীকী ছবি

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৫৩০ জন নগরের ও ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪৩ জন।

এর মধ্যে নগরের ৮৭ হাজার ৮০৭ জন এবং উপজেলার ৩২ হাজার ৬৩৬ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৫৮ জনের মধ্যে ৭৩৩ জন নগরের এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।