ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির আর নেই উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির

চট্টগ্রাম: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সত্যপ্রিয় মহাস্থবির ৮৬ বছর বয়সে সোমবার (৩১ জানুয়ারি) সকালে মৃত্যুবরণ করেছেন।

বিকাল ৩টায় ভান্তের পারলৌকিক সদগতি কামনায় ধর্মীয় কার্যাদি নগরের দেবপাহাড় বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হবে।

পরে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ঠিক করা হবে। তাঁর গ্রামের বাড়ি পটিয়ার পাইরোল গ্রামে।

অধ্যক্ষ সত্যপ্রিয় মহাস্থবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য মিথুন বড়ুয়া, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য কানন বড়ুয়া চৌধুরী, বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক সুদীপ বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি অ্যাডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া, ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনীর সভাপতি বিবেকানন্দ বড়ুয়া কাঞ্চন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।