ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্ধান মিলেনি দুই জেলের, মিললো আরেকটি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
সন্ধান মিলেনি দুই জেলের, মিললো আরেকটি ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কুতুব উদ্দিন বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের ৫ জন ডুবুরি নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ করছে। তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

যেহেতু শীত বেশি পড়ছে তাই রাত আটটা পর্যন্ত অভিযান চালানো হবে।

এর আগে রোববার (৩০ জানুয়ারি) ভোরে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন পিতা-পুত্র তপন দাস ও সমীর দাস নামের দুই জেলে।

এদিকে গত শুক্রবার নদীতে নিখোঁজ শরীফ উদ্দিন নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে আনু মাঝির ঘাট সংলগ্ন এফআর গ্রিন ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান। তিনি জানান, ঘাটের পন্টুনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাবা মরদেহ শনাক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।