ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১৫ থানার তদারকি কমিটি গঠন চট্টগ্রাম নগর আ.লীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, জানুয়ারি ২৭, ২০২২
১৫ থানার তদারকি কমিটি গঠন চট্টগ্রাম নগর আ.লীগের ...

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের ১৫ থানার তদারকি কমিটির আহ্বায়কদের নাম ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইমলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কোতোয়ালী থানার আহ্বায়ক এম. জহিরুল আলম দোভাষ, বন্দর থানার আহ্বায়ক হাজি জহুর আহমেদ, পাহাড়তলী থানার আহ্বায়ক শফিক আদনান, ডবলমুরিং থানার আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, হালিশহর থানার আহ্বায়ক নঈম উদ্দীন চৌধুরী, খুলশী থানার আহ্বায়ক বদিউল আলম, পাঁচলাইল থানার আহ্বায়ক আহমেদুর রহমান সিদ্দিকী, বায়েজীদ থানার আহ্বায়ক শফিকুল ইসলাম ফারুক, সদরঘাট থানার আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী, চকবাজার থানার নোমান আল মাহমুদ, ইপিজেড থানার আহ্বায়ক আবদু ছালাম, আকবর শাহ থানার খোরশেদ আলম সুজন, পতেঙ্গা থানার আহ্বায়ক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চান্দগাঁও থানা আহ্বায়ক এম রেজাউল করিম চৌধুরী, বাকলিয়া থানার আহ্বায়ক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।