ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের উপহারের অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের উপহারের অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় সরকারের দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।  

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সহকারি হাই কমিশনার ড. রাজীব রঞ্জন স্থানীয় সংসদ সদস্য নজিবুল বাশার মাইজভাণ্ডারীর হাতে গাড়ির চাবি তুলে দেন।

 

নতুন এ অ্যাম্বুলেন্সটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ ‍সুবিধা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের ঘোষণা দেন।

এরই অংশ হিসেবে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। এছাড়া করোনা কালীন পিপিই, কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, ভ্যাকসিন সরবরাহ এবং সক্ষমতা বৃদ্ধি সহায়তা করেছে ভারত।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।