ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিটিভিতে প্রচারিত হবে মাস্টারদাকে নিয়ে অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
বিটিভিতে প্রচারিত হবে মাস্টারদাকে নিয়ে অনুষ্ঠান ...

চট্টগ্রাম: বিপ্লবী বীর মাস্টার দা সূর্য সেন-এর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর জীবন ও কর্ম নিয়ে বুধবার (১২ জানুয়ারি) রাত ৯টায় ‘শ্রদ্ধায় স্মরণে মাস্টারদা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে।  

অনুষ্ঠানটিতে আলোচনায় থাকছেন শিক্ষাবিদ ও বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের আজীবন সদস্য প্রফেসর রীতা দত্ত, সাংবাদিক লেখক ও প্রকাশক জামাল উদ্দিন, শিক্ষাবিদ ও গবেষক শামসুদ্দিন শিশির।

অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। গ্রন্থনা ও উপস্থাপনায় থাকছেন সাংবাদিক, সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক রিয়াজ হায়দার চৌধুরী।
 

অনুষ্ঠান সার্বিক সমন্বয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রুমানা শারমিন। অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনা ও পরিকল্পনায় কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। ‌  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।