ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ফার্নিচারের দোকানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
চট্টগ্রামে ফার্নিচারের দোকানে আগুন

চট্টগ্রাম: নগরের আকবর শাহ থানাধীন কর্ণেলহাটে ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (১০ জানুয়ারি) বিকাল ৩টা ৫০ মিনিটে কর্ণেল জোন্স সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৫টি, কুমিরা ফায়ার স্টেশনের ২টি ও বন্দর ফায়ার স্টেশনের ২টি গাড়ি কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক ফারুখ হোসেন সিকদার বাংলানিউজকে বলেন, নগরের আকবর শাহ থানাধীন কর্ণেল হাটে ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কি থেকে আগুনের সুত্রপাত তা এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।