ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে চোরাই কাঠ জব্দ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
হাটহাজারীতে চোরাই কাঠ জব্দ

চট্টগ্রাম: হাটহাজারীতে পাচারের সময় ৪৫ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বন বিভাগ।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে হাটহাজারী পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড এলাকা থেকে কাঠ বোঝাই একটি জীপ গাড়ি জব্দ করে।

হাটহাজারী বন বিভাগের স্টেশন কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, অবৈধভাবে সেগুন কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় কাঠ বোঝাই একটি জীপ গাড়ি আটক হয়।

কাঠের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কাঠগুলো জব্দ করা হয়।

১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এর ৪১ ও ৪২ ধারায় এ শাস্তি দেওয়া হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।